নুর হোসেন (চট্টগ্রাম প্রতিনিধি)
মিরসরাই ও সীতাকুন্ডের সীমান্তবর্তী বড় দারোগারহাট বাজারে এই প্রথম উদ্বোধন হলো বড় দারোগারহাট আইপিএস এন্ড ব্যাটারি হাউস। শনিবার বিকেলে ফিতা কেটে বড় দারোগারহাট দক্ষিণ বাজারে চৌধুরী মার্কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, বড় দারোগারহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ফিরোজ চৌধুরী, বড় দারোগারহাট মহানগর সিএনজি অটোরিক্সা চালক সমিতির সভাপতি শহীদ উল্ল্যাহ, মিঠাছরা মেসার্স বিএম ইলেক্ট্রনিক্স এন্ড ব্যাটারি হাউসের সত্বাধিকারী বেলায়েত হোসেন, বড় দারোগারহাট আইপিএস এন্ড ব্যাটারি হাউসের সত্বাধিকারী মেহেদী হাসান শাকিব, ব্যবসায়ী জাফর উদ্দিনসহ ব্যবসায়ীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় দারোগারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম।
এখানে যেসকল সেবা মিলবে সেগুলো হলো সোলার আইপিএস, সোলার হাইব্রিড আইপিএস, সিসি ক্যামেরা, এসি, মোটরসাইকেল ব্যাটারি ও কভার, রেইনকোর্ট, মিশুক রিক্সা, ইভি ব্যাটারিসহ সব ধরণের টায়ার, টিউব, মোবিল ইত্যাদি।
এছাড়া এখানে পাওয়া যাবে ভলবো ব্যাটারি, এক্সপো ব্যাটারি, নাভানা ব্যাটারি, লুকাস ব্যাটারি, রহিমা আফরোজ, ডিজেডিসি চায়না ব্যাটারি, হামকো কর্পোরেশন, লুব এন লিমিটেড, র্যাংগস পাওয়ার ব্যাটারি।