মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
সোমবার (২২ মে) বিকালে মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, সহ-সভাপতি বাবু অরুণ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এছাড়াও মিছিলে অংশগ্রহন করেন উপজেলা, শহর, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
উল্লেখ্য,রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২২ মে) সারা দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দেয় আওয়ামী লীগ।