বেলাল হোসেন শান্ত (নিজস্ব প্রতিবেদক)
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুর পৌর আওয়ামী লীগ।
২২মে সোমবার বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
মিছিলে দলীয় নেতাকর্মীরা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে স্লোগান দেন এবং রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিল শেষে দয়াময়ী মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।