মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
সারাদেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে। সোমবার ( ২২ মে) দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে "ভূমিসেবা সপ্তাহ- ২০২৩" শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল।
এরপর এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে জনসচেতনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ( ভূমি) আমেনা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা,৩নং গুণারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন,প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি,বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
বক্তারা ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ই-নামজারী সেবা,ইউনিয়ন পরিষদের ই- সেন্টার, স্থানীয়, বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ই নামজারীর আবেদন করা এবং বিভিন্ন ভূমি সেবা সস্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে ধরেন।