মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জে উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন তরুণীকে কাশিমপুর সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। সোমবার ( ২২ মে ) সকালে উপজেলা সমাজসেবা অফিসের সার্বিক তত্বাধানে ও মাদারগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে গাজিপুরের কাশিমপুরে অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।
এর আগে ১৮ মে মধ্যরাতে সিধুলী ইউনিয়নের চরলোটাবর গ্রামে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খোকা টেকনিক্যাল স্কুল ও কলেজ সংলগ্ন স্থান থেকে চিৎকার শুনে এগিয়ে আসেন স্থানীয়রা।পরে উপজেলা প্রশাসনকে অবগত করলে প্রশাসনের নির্দেশে সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক,মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়, ফাঁড়ী থানার ওসি মাসুদ পারভেজ মেয়েটিকে উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক জানান ২২ মে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে (আমরা) উপজেলা সমাজসেবা অফিস মেয়েটিকে ভবঘুরে ঘোষণা করে থানা পুলিশের সহযোগিতায় গাজিপুরের কাশিমপুরে অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করি। সেখান থেকে সরকারি সেবা নিয়ে সে স্বাভাবিক জীবনে ফিরে আসলে সে নিজ গ্রামের বাড়ীতে ফিরে যাবে আশা করছি।