চ্যানেল ১১ নিউজ(অনলাইন ডেস্ক)
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে “স্মার্ট ভূমি সেবা সপ্তাহ- ২০২৩” কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ মে) বিকেলে উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে এ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
উদ্বোধন শেষে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যুথি’র সঞ্চালনায় বিশেষ আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, মেলান্দহ শহর আওয়ামী লীগ সভাপতি আসাদুল্লা ফারাজী ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি তার গুরুত্বপূর্ণ বক্তব্যে সবাইকে সময় মত ভূমিকর পরিশোধ করার জন্য আহ্বান জানিয়ে বলেন,
ভূমি মালিকরা ভূমি সংক্রান্ত সব সেবা অনলাইনে গ্রহন করতে পারবেন। ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই “স্মার্ট ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়াও ই-নামজারী সেবা,ইউনিয়ন পরিষদের ই- সেন্টার এর পাশাপাশি বিভিন্ন কম্পিউটার সেবা প্রতিষ্ঠান থেকে অনলাইনে ভূমি সেবা সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে ধরেন।