নুর হোসেন (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর কেন্দ্রীক বারইয়ারহাট- হেঁয়াকো- রামগড় সড়ক প্রশস্ত কাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের ও ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।
আজ বুধবার সকাল ১১ টার সময় সড়ক ও জনপদ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর উদ্যোগে সড়ক ও জনপদ বিভাগের বাস্তবায়নে ঢাকার তেজগাঁও সড়ক ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রামগড় স্থলবন্দর স্থলে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত হয়ে সড়ক প্রশস্তকরণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
জানা গেছে, মিরসরাই-ফটিকছড়ি ও খাগড়াছড়ির রামগড় উপজেলায় বাস্তবায়নাধীন,বারইয়ারহাট-হেয়াঁকো-
রামগড় সড়ক প্রশস্তকরণ ও আধুনিকীকরণ প্রকল্পটির দৈর্ঘ্য ৩৮ কি.মি।বর্তমান ৫.৫০ মিটারের সড়কটি বৃদ্ধি করে ১১.৩০ মিটারে উন্নতি করা হবে। এতে থাকবে ২৪৯.২০ মিটার দৈর্ঘ্যরে ৯টি ব্রীজ ও ১০৮ মিটার দৈর্ঘ্যরে ২৩টি সেতু। উল্লেখ্য, এতে ২৪টি ব্রীজ ও ২৪টি সেতু ইতিপূর্বে জাইকা কর্তৃক নির্মিত হয়েছে।
এ প্রকল্পের ব্যয় ১১০৭.১২ কোটি টাকা যার মধ্যে ইন্ডিয়ান স্টেট ক্রেডিটের আওতায় অর্থাৎ ভারত সরকার ঋণ হিসাবে দিচ্ছে ৫৯৪.০৭ কোটি টাকা। আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ সালে কাজটি শেষ করার লক্ষমাত্রা দিয়ে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান অশোকা বিল্ডকন লিমিটেডকে সড়কটি নির্মাণের দায়িত্ব দেয়া হয়েছে।