মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জে ২০২২-২০২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ মে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন অঞ্চলের তেল জাতীয় ফসল উৎপাদনকারী ৩০ জন কৃষক/ কৃষাণীর অংশগ্রহণে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
প্রথম দিনে প্রশিক্ষণ করান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার ও সম্প্রসারণ কর্মকর্তা রওশন আরা আক্তার। দ্বিতীয় দিনে প্রশিক্ষণ করান ময়মনসিংহ বিভাগীয় কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক ও জামালপুর কৃষি অঞ্চলের উপ পরিচালক জাকিয়া সুলতানা।
সমাপনীতে প্রশিক্ষণ করান ২০২২-২০২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার খায়রুল আমিন। ৩ দিনের এ প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম তেল ফসলের উৎপাদন বৃদ্ধির কৌশল হিসেবে আসন্ন রোপা আমন মৌসুমে ব্রি ধান৮৭, ব্রি ধান৭১ জাতের ধানের চাষাবাদ কৌশল এবং গুরুত্ব সম্পর্কে কৃষকদের অবহিত করেন।