মোহাম্মদ আলী জিন্নাহ্ (মাদারগঞ্জ)
বালিজুড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও দানবীর মরহুম আলহাজ্ব মির্জা আবুল কাশেম এর ১২ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১১ টায় জোনাইল মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান রহমতুল্ল্যাহ রিমু।মরহুমের স্মৃতিচারণে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শামছুজ্জোহা,সহকারী শিক্ষক ইউসুফ আলী প্রমূখ।
সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম।এসময় সকল শিক্ষক শিক্ষিকা,কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মরহুম মির্জা আবুল কাশেম দীর্ঘদিন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি’র দায়িত্ব পালন করেছেন। পরে মরহুমের জান্নাতবাসী কামনায় ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি’র সু স্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।