মাইদুল ইসলাম (গাইবান্ধা জেলা প্রতিনিধি)
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সব সময় ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে থাকে। ব্যবসায়ীরা তাদের বিপুল পরিমাণ কর দিয়ে সরকারের খাত কে এগিয়ে নিয়ে যায়।
গাইবান্ধায় বহু প্রতীক্ষার পর আসছে ২৭ মে ২০২৩ ইং তারিখে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন। এর আগে মামলা মোকদ্দমা থাকার কারণে নির্বাচন স্থগিত ছিল। তবে বর্তমানের নির্বাচন ব্যবসায়ীদের মাঝে আনন্দঘণ পরিবেশের সৃষ্টি করেছে।
কয়েকটি পরিষদ থাকলেও ব্যবসায়ীদের কাছে খুব বেশি গণ জোয়ার সৃষ্টি করেছে শাহান,রশিদ,নওশের, সবুর, রঞ্জু,মিলন পরিষদের সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ী । কারণ উদীয়মান তরুণ এবং প্রবীণ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির সমন্বয়ে গঠিত এই পরিষদ। তরুণদের উদ্দীপনা আর প্রবীণদের অভিজ্ঞতার মিশ্রণে গাইবান্ধা চেম্বার অব কমার্স অনেক এগিয়ে যাবে মন্তব্য করেন সচেতন মহল।
চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমেদ রঞ্জু বলেন, গণতান্ত্রিক ভাবধারার সমন্বয়ে আমাদের এই প্যানেলটি। এক নায়ক তন্ত্র মানি না তাই এই প্যানেলটি করেছি। জবাবদিহিতা ও আধুনিকতার শীর্ষে নিয়ে যাবো, আপনারা আসুন সাপোর্ট করুন আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ দিন।
মেসার্স মিয়া এন্টারপ্রাইজ এর প্রোঃ আঃ রউফ মিয়া জানান, এর আগে যারা ছিলেন তারা ভবনের কোন উন্নয়ন করেননি। ব্যবসায়ীদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে পারেনি তারা। কোন উপ কমিটিও করতে পারেনি। আমাদের প্যানেলকে বিজয়ী করুন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো।
চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আলহাজ্ব খান মোঃ সাইদ হোসেন জসিম জানান, আপনারা জানেন গত বছর চেম্বার এর ভোট বন্ধ করেছিল একটি স্বার্থান্বেষী মহল। এবার তাদের কোন কৌশল কাজে আসে নি। ভোটাধিকার আপনার আমার মৌলিক অধিকার । সেটাই বাস্তবায়ন হতে চলেছে শনিবার। আপনারা আসবেন আমাদের প্যানেলকে জয়যুক্ত করবেন এমনটাই আশাবাদী।
বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সামিউল ইসলাম হুদা সুমেল জানান, ভোটের এই আনন্দঘন পরিবেশে আপনারা আসবেন ভোট দিবেন। আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন।
আর রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মশিউর রহমান উজ্জ্বল বলেন, ভোটের মত মৌলিক অধিকার যাকে তাকে দিতে পারেন না। আমাদের প্যানেলটি ব্যবসায়ী বান্ধব। আসুন আপনাদের কাঁধে কাধ মিলিয়ে আগামীতে কাজ করার সুযোগ দিন।