মাইদুল ইসলাম(গাইবান্ধা জেলা প্রতিনিধি)
"গাইবান্ধায় নাহিদের ১৭ বছরেও ভাগ্যে মেলেনি একটি হুইলচেয়ার" শিরোনামে সংবাদ পরিবেশনের পর সেই প্রতিবন্ধী নাহিদের পাশে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতি। শুক্রবার বিকেলে সেই প্রতিবন্ধীর বাড়িতে গিয়ে হুইল চেয়ার প্রদান করেন তিনি।
হুইল চেয়ার পেয়ে আবেগে আপ্লূত হয়ে নাহিদের বাবা রফিকুল ইসলাম বলেন, অনেকে কথা দিয়েও কথা রাখেননি। স্মৃতি আপা আমার বাড়িতে এসে হুইল চেয়ার দিলো। আমি অনেক খুশী। আল্লাহ তাঁর ভালো করুক।
এলাকাবাসীর মধ্যে অনেকে বলেন, অসহায় পরিবারের পাশে এতোদিন কেউ দাড়ায়নি। আপা নিজে এসে তাদের পাশে দাড়িয়েছেন। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
উল্লেখ্য গাইবান্ধা সদর উপজেলার ১১ নং গিদারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ গিদারী ( কুড়ার বাতা) গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাহিদ মিয়া (কাফি)। জন্মের পর থেকে সে বিশেষ ক্ষমতা সম্পন্ন ছিল। পরিবারের দারিদ্র্যতায় জ্বরাজীর্ণ কাফির জীবন। অভাব অনটনের মধ্যেই তার বেড়ে ওঠা।