নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধি
রপ্তানী বাণিজ্যে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ সরকারের বানিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যাক্তি (সিআইপি) নির্বাচিত হলেন ক্লিফটন গ্রুপের পরিচালক ও সিইও, মিরসরাইয়ের কৃতি সন্তান মসজিদিয়া চৌধুরী পরিবারের ছোট ছেলে এমডি এম মহিউদ্দিন চৌধুরী।
প্রতি বছর সিআইপি নির্বাচিত হয়ে মিরসরাই , চট্টগ্রাম তথা বাংলাদেশের জন্য বয়ে আনছেন সম্মান ও বিপুল পরিমানের বৈদেশিক মুদ্রা।
উল্লেখ্য, এমডি এম মহিউদ্দিন চৌধুরী বর্তমানে বিজিএমইএ এর পরিচালক , লায়ন ডিষ্ট্রিক্ট ৩১৫ বি৪ এর ডিষ্ট্রিক্ট গভর্ণর (ইলেক্ট) হিসেবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স, বাংলাদেশ ইকোনোমিক জোন ইনভেষ্টর এসোসিয়েশন (বেপজিয়া) বিইএমইএসহ অসংখ্য প্রতিষ্ঠানে কাজ করছেন।