মাইদুল ইসলাম (গাইবান্ধা প্রতিনিধি)
গাইবান্ধার সাঘাটা উপজেলার ৬ নং ঘুড়িদহ ইউনিয়নের ঝড়াবর্ষা গ্রামে মেয়ে থেকে ছেলে হওয়ার ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। মেয়েটির নাম সুমনা। সে অত্র এলাকার শহিদুল ইসলাম (সুটকু)র মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে ২৬ মে দিবাগত রাতে অলৌকিকভাবে মেয়ে থেকে ছেলে হয়েছে।সুমনা ঘুম থেকে উঠে হঠাৎ বুঝতে পেরে অবাক হয়ে যায় এবং প্রথমে এই ঘটনার বিষয় তার মা'কে বলেন।
পরে সুমনার মা ঘটনার বিষয় সত্য বলে খুশি হয়ে একে একে পরিবারের সবাইকে জানাজানি করলে তাকে দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামতে থাকে।