বেলাল হোসেন শান্ত (নিজস্ব প্রতিবেদক)
” সবুজে সাজাই বাংলাদেশ “এই স্লোগান কে সামনে রেখে “প্রকৃতি ও জীবন ক্লাব” এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এর আওতায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়ন পরিষদে ও রাস্তার পাশে প্রায় ৫ শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।
২৭ মে শনিবার কেন্দুয়া ইউনিয়ন পরিষদে প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক জামালপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল।
আরও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সাংবাদিক কবি জাহাঙ্গীর সেলিম, উপদেষ্টা সাজ্জাদ আনসারী, উপদেষ্টা মোঃবজলুর রহমান ও সদস্য রবিউল হাসান লায়ন,শামীম হোসেন, সজল জামান, এম কাওছার সৌরভ, সুজাউর রহমান রান,রাহুল আহমেদ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু ভারসাম্য রক্ষার্থে বৃক্ষের অবদান অপরিসীম। বৃক্ষ রোপণের জন্য গণ সচেতনতা সৃষ্টি করতে হবে।বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে।