মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে সরকারি হাসপাতাল চত্বরে ফায়ার সার্ভিসের মহড়া অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মহড়া অনু্ষ্ঠিত হয়। ঘরে,সিলিন্ডারে, কাপড়ে, বিভিন্নভাবে হঠাৎ আগুন লাগলে প্রাথমিক করণীয় কি সে বিষয়ে উপস্থিত জনসাধারণের মাঝে তুলে ধরেন মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মোঃ রইছ উদ্দিন।
শুরুতেই আগুন নিভানোর নির্বাপক যন্ত্র নিয়ে আগুন নিভিয়ে দেখান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়।এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্, মেডিকেল অফিসার,স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই মাহবুবুল আলম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীবৃন্দ এবং মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।