মাইদুল ইসলাম (গাইবান্ধা প্রতিনিধি)
গত ২৭ মে ২০২৩ শনিবার গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ হয়। ভোট শেষে সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের এসোসিয়েট ৬ জনের মধ্যে ৬ জনই বিজয় লাভ করেন। তবে এই পরিষদের অর্ডিনারী গ্রুপের শাহান-রশিদ-নওশের-সবুর-রঞ্জু-মিলন পরিষদের ১২ জনের মধ্যে ৯ জনই বিজয় লাভ করে। এতে শাপলা ফুল প্রতীকে সর্বোচ্চ ৫২৫ ভোট পেয়ে ১ম স্থান অর্জন করেন আলহাজ্ব খান মোঃ সাইদ হোসেন জসিম। ঘোড়া প্রতীক নিয়ে ৪৪৯ ভোট পেয়ে ২য় স্থান অর্জন করেন বীর মুক্তিযোদ্ধা মাকছুদার রহমান শাহান এবং ৪৪৫ ভোট পেয়ে ৩য় স্থান অর্জন করেন মোস্তাক আহমেদ রঞ্জু।
বিজয় ঘোষণার পরে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে সকলে গাইবান্ধা পৌর পার্ক সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন জানান।
এ সময় বিজয়ীদের সাথে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকুসহ শুভাকাঙ্ক্ষীরা।