মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিল। উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বিশেষ অতিথির
বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক,কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক,চর ভাটিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেন শাহ, মির্জা কাশেম মর্ডাণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম প্রমূখ।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও কর্মযজ্ঞ তুলে ধরেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছে বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে।পরে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।