মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণের চেষ্টাকালে ৩ জনকে আটক করেছে জনতা।
এ ঘটনায় আটককৃত ৩ জনসহ পলাতক ২ জনসহ ৫ জনকে আসামী করে থানায় এজহার দায়ের করেছেন সোহরাব আলী মন্ডল (৫৮)। শনিবার সন্ধা ৭ ঘটিকার সময় উপজেলার বনচিথলিয়া রাইসমিল সংলগ্ন পাকা রাস্তায় অপহরণের চেষ্টার ঘটনা ঘটে। আটকৃত ডিবি পুলিশ পরিচয়দানকারী ৩ জন উপজেলার বালিজুড়ী’র রাকিব হাসান(১৯), পালপাড়ার আসিফ মিনহাজ উরফে সবুজ(৩০), জোড়খালীর হাসান (১৮)।
মামলার এজহার সূত্রে জানা গেছে নাদাগাড়ী এলাকার সোহরাব মন্ডলের ছেলে মাজেদ মন্ডল (৩০) স্থানীয় গাবের গ্রাম বাজার থেকে নিত্য পণ্য দ্রব্যাদী ক্রয় করে যাওয়ার সময় উপরোক্ত স্থানে পৌছিলে অজ্ঞাত ৫ জন সামনে এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে এবং গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা দাবী করে। ভয়ের প্রেক্ষিতে পকেট থেকে ৯ হাজার টাকা বের করে দেয় মাজেদ। আরো টাকা দাবী করে চর থাপ্পড় কিল ঘুষি দেওয়ার সময় ডাক চিৎকার দেয় মাজেদ তৎখনাৎ স্থানীয়রা এগিয়ে এসে ৩ জনকে ধরে ফেলে এবং ২ জন পালিয়ে যায়।
ডিবি পুলিশ পরিচয়দানকারী ৩ জন কে স্থানীয় ইউপি সদস্য ওয়াসিম উদ্দিন এর জিম্মায় দেয় স্থানীয়রা। পরে ইউপি সদস্য থানায় খবর দিলে পুলিশ সদস্যরা এসে ৩ জনকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ইউপি সদস্য ওয়াসিম উদ্দিন জানান ঘটনা জানলাম এবং জানার পর স্থানীয় লোকজন আটককৃতদের আমার জিম্মায় রাখে এবং আমি তাদের নিরাপদ স্থানে রেখে থানায় সংবাদ দেই। পরে থানা থেকে পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ ওসি মুহাম্মদ মাহবুবুল হক জানান ডিবি পরিচয়ে ৩ জনকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসি এবং এ ঘটনায় সোহরাব মন্ডল নামে ব্যক্তি বাদী হয়ে থানায় এজহার দায়ের করে। আটকৃতদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।