মোহাম্মদ আলী জিন্নাহ্ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে দাখিল-২ ও ভোকেশনাল-১ সহ মোট ৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
শনিবার মাদারগঞ্জ আঃ আলী ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্র থেকে চর লোটাবর দাখিল মাদ্রাসার এক পরীক্ষার্থী ও ময়েজ উদ্দিন দাখিল মাদ্রাসার এক পরীক্ষার্থী এবং ঘুঘুমারী হাজী কাদের মাহবুব টেকনিক্যাল কলেজ কেন্দ্র থেকে এসএসসি ভোকেশনাল শাখার টেংরাকুড়া টেকনিক্যাল স্কুলের একজন পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিস্কার করা হয়েছে।
ভোকেশনাল শাখার স্থগিত হওয়া শেষ পরীক্ষা ছিল পদার্থ বিজ্ঞান। মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ গোলাম রব্বানী জানান শনিবার দাখিল পরীক্ষার্থীদের স্থগিত হওয়া পরীক্ষা ছিল ইংরেজি প্রথম পত্র। ২ জন পরীক্ষার্থীকে নকলের দায়ে বহিস্কার করেন ইউএনও স্যার। আমরা স্ব স্ব প্রতিষ্ঠানে গিয়ে নকলের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছি এখনো অনড় অবস্থানে রয়েছি। তার প্রমাণ বহিস্কার দেখেই বুঝা যায়।
বহিস্কারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল।