উত্তম চাকমা (মহালছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারিভাবে বোরো মৌসুমের ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
৭মে রবিবার সারাদেশব্যপী বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এর ধারাবাহিকতায়
২৯মে সোমবার থেকে মহালছড়ি উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রমিত কুমার চাকমা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি খাদ্য পরিদর্শক জুয়েল চাকমা, উপজেলা কৃষি অফিস প্রতিনিধি উপসহকারী কর্মকর্তা তৃপ্তিকর চাকমা, কৃষক প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান ও গণমাধ্যম।
উপজেলার প্রতি ইউনিয়ন হতে সমবন্টন নীতি অনুসরণ করে সরকারের চাহিদা অনুযায়ী বোরো ধান প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ১টন ক্রয় করা হবে। প্রতি কেজি ধানের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।