মাহমুদুল হাসান মুক্তা (জামালপুর)
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বকুলতলা মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অসহায় দুঃস্থদের মাঝে ৫০০ প্যাকেট খাদ্য বিতরণ করা হয়।
জামালপুর জেলা সংগ্রামী দলের সভাপতি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী বিক্রম হাফিজ স্বয়নের সার্বিক ব্যবস্থাপনায় জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।
এসময় তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এসময় তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।