মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
সারাদেশের ন্যায় জামালপুর জেলার মাদারগঞ্জে পালিত হলো বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩।
বুধবার (৩১) মে সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি প্রদক্ষিণ করেন। র্যালি শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়, মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ফিরোজ আহম্মেদ।
প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন প্রদর্শন করেন মেডিকেল অফিসার ডাঃ সাব্বির আহম্মেদ, এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।