মাইদুল ইসলাম (গাইবান্ধা প্রতিনিধি)
গাইবান্ধায় বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক,পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে শহরের আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন এ মানববন্ধনে অংশ নেয় জেলার ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ জানুয়ারি ২০১২ সালে আইডিইবি’র জাতীয় সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আপনাদের পেশাগত সমস্যা সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালে একটি উচ্চ পর্যায়ে কমিটি করে দিয়েছিলাম। পরবর্তীকালে বিএনপি জামাত জোট সরকার সেই সুপারিশ বাস্তবায়ন করেনি। কমিটির সুপারিশের আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
দীর্ঘ ১০ বছর পার হলেও এখন পর্যন্ত কোন সমাধান করা হয়নি। বরং অধিকন্তু নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়ে পলিটেকনিক ছাত্র শিক্ষক পেশাজীবীদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন আপনার দেয়া প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয়ের কমিটির সুপারিশের আলোকে আমাদের সমস্যা সমাধান এবং ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এর জনস্বার্থ বিরোধী বিতর্কিত ধারা-উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর গেজেট সংশোধিত আকারে প্রকাশসহ আমাদের ৪ দফা দাবী পূরণ করবেন।
পরে মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রেরণ করেন বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের গাইবান্ধা জেলার যুগ্ম আহবায়ক এফ.এম শহিদুল্লাহ, সদস্য সচিব এ.টি.এম মাসুদুর রহমান,আশিষ কুমার,জুয়েলসহ জেলার নেতাকর্মীরা।