মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জের ঐতিহ্যবাহী ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠান-২০২৩ উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বিদ্যালয় মাঠে এ প্রস্তুুতিমুলক সভা অনু্ষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সহকারী শিক্ষক এম এ হাসেম এর সভাপতিত্বে ও প্রাক্তণ শিক্ষার্থী আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক তৌফিক বিন সালেক নিক্সন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও অত্র বিদ্যালয়ের শরিরচর্চা শিক্ষক আক্কাছ আলী, প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক আলমগীর কবিরসহ উপস্থিত সকলেই। সকলের মতামত তুলে ধরার পর আগামী সভায় কি কি কর্মসূচী গ্রহণ করা হবে এবং আগামী সভা সফল করতে সকলের উপস্থিতি কামনা করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দরা।