মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
ডেইরি সেক্টরে বিশেষ অবদান রাখায় মাদারগঞ্জের জেমকো এগ্রো লিমিটেড ডেইরি আইকন ২০২২ এ নির্বাচিত হয়েছেন। সেই সাথে ময়মনসিংহ বিভাগের একমাত্র দুগ্ধ পণ্য বাজারজাতকরণ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে বৃহস্প্রতিবার রাজধানীর কৃষি ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদফতরের যৌথ আয়োজনে ‘বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩’ উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ব দুগ্ধ দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো ৪টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়। এর মধ্যে ডেইরি ক্যাটাগরিতে পেয়েছেন ২০ জন, দুধ ও মাংস প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে ৯ জন, পশুখাদ্য প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে ৮ জন এবং খামার যান্ত্রিকীকরণ ক্যাটাগরিতে ৪ জন পুরস্কার পান।পুরুস্কার হিসেবে সম্মাননা পত্র,ক্রেস্ট ও ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। সনদপত্র ও চেক এবং সম্মাননা গ্রহণ করেন জেমকো এগ্রো লিমিটেড পরিচালক সাইফুল ইসলাম।
প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, স্থায়ী কমিটির সদস্য শহীদুল ইসলাম বকুল, ছোট মনির এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।
উল্লেখ্য, ২০১৬ সালে ৬ জন শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের দক্ষতা,সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রতিফলনে কোম্পানিটি প্রতিষ্টা লাভ করে। বর্তমানে তারা জামালপুর ঢাকাসহ ৫টি জেলায় তাদের উৎপাদিত দুগ্ধ পণ্য সুনামের সাথে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। ডেইরি আইকন ২০২২ নির্বাচিত হওয়ায় জেমকো এগ্রো লিমিটেড এর পরিচালক সাইফুল ইসলাম বলেন,বিশুদ্ধ ও উন্নতমানের দুগ্ধ পণ্য উৎপাদনে আমার প্রতিষ্ঠান বদ্ধপরিকর। আমাদের এ অর্জন মাদারগঞ্জবাসীর জন্য উৎসর্গ করলাম। আগামী দিনে আমাদের প্রতিষ্ঠানের আরো সুনাম ও সফলতা বয়ে আনতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।