মাইদুল ইসলাম (গাইবান্ধা প্রতিনিধি)
গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মার্কেটের ২য় তলা ও চত্বরের বাউন্ডারি ওয়াল নির্মাণের শুভ উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান। রবিবার (৪ জুন) সকালে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম,গানাসাসের কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু, সাধারণ সম্পাদক এ্যাড. হানিফ বেলাল, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু বকর সিদ্দিক স্বপন,সোয়েব হোসেন মনা, কোষাধ্যক্ষ বিপুল কুমার দাস,কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস জাহিদ প্রমুখ।