নুর হোসেন (চট্টগ্রাম প্রতিনিধি)
মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী হাজীপাড়া নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মুনতিশা জান্নাত মুমু প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ কুইজ প্রতিযোগিতায় (গণিত) জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
মুমু বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় গণিতে অংশ নিয়ে চট্টগ্রাম বিভাগেও প্রথম স্থান অর্জন করে। আজ রবিবার সে জাতীয় পর্যায়ে পুরষ্কার গ্রহণ করেন। মুমু বন্দর কর্মকর্তা মীর হোসেন ও শিক্ষিকা আনোয়ারা বেগম দম্পতির একমাত্র কন্যা।
উল্রেখ্য, মুমু চলতি বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত "প্রাথমিক শিক্ষা পদক" ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে একাধিক পদক অর্জনের পাশাপাশি বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় (গণিত) এ প্রথম হয়ে মিরসরাই উপজেলায় অংশগ্রহণ করে।
যথারীতি মিরসরাই উপজেলা পর্যায়ে প্রথম হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে। জেলায়ও সে প্রথম স্থান অর্জন করে। এরপর লড়াই বিভাগ শ্রেষ্ঠ হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শ্রেষ্ঠদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানেও প্রথম হয়। আজ ৪ জুন সে অংশ নিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। সেখানেও সে তার সফলতার ধারা অব্যাহত রেখে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে।