নুর হোসেন (চট্টগ্রাম প্রতিনিধি)
মিরসরাইয়ে আবারো আগুনে পুড়েছে চার কক্ষ বিশিষ্ট একটি বসতঘর।
রোববার সকালে মিরসরাই উপজেলার জিয়া উদ্দিন ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, মমতাজ বেগমের রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ক্ষতিগ্রস্ত মমতাজ দাবি করে জানান, এ ঘটনায় আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং আশপাশের ঘরগুলো রক্ষা করা হয়েছে।
তিনি আরো বলেন, সম্ভবত অতিরিক্ত গরমের কারণে আগুনের ঘটনা ঘটছে। সবাইকে একটু সচেতন হয়ে চলতে হবে।
উল্লেখ্য, শনিবার বিকেলে মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠাকুরহাট এলাকার হিন্দু বাড়িতে রান্না ঘরের চুলার আগুন থেকে বাবুল দাসের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে মঙ্গলবার মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুফিয়া মাদরাসা সংলগ্ন ওবায়দুল হক হাজ্বী বাড়ীর জিয়াউর রহমান ও আমির হোসেনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।