মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক মুক্ত মাদারগঞ্জ গড়ার প্রত্যয়ে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে আয়বর্ধনকারী দ্রব্য সামগ্রী/ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজ সেবা অফিসের সামনে থেকে উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের ১০ জন ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিল। উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক। উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম। ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোজাম্মেল হক প্রমুখ।