রাহিন হোসেন রায়হান (বকশিগঞ্জ প্রতিনিধি)
বকশীগঞ্জের সাধুরপাড়ায় নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ই জুন ২০২৩) দুপুরে সাধুরপাড়ায় স্কুল প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধুর পাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানা অনিয়ম, অবৈধ নিয়োগ বাণিজ্য বন্ধ ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকার সর্বস্তরের জনগণ মানববন্ধনের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে ভুক্তভোগী চাকুরী প্রত্যাশী মর্জিনা বেগম, সেলিনা বেগম, শামীম মোল্লা, লুনা আক্তার, জুলেখা সহ আরো অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।
তারা বিষয়টির ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেন। তাদের বর্ণনা অনুযায়ী জানা যায়, উক্ত বিদ্যালয়ে অফিস সহকারি, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। অফিস সহকারি পদে ১১ জন পরিছন্নতা কর্মী পদে ৪ জন আয়া পদে ৮ জন প্রার্থী, সর্বমোট ২৩ জন প্রার্থী আবেদন করেন। সু চতুর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ২৯ লাখ টাকার বিনিময়ে তার পছন্দের তিনজন প্রার্থীর জন্য চাকরির পাঁয়তারা করছেন। এই অবৈধ নিয়োগ-বাণিজ্য বন্ধ ও দুর্নীতিবাজ শিক্ষকের অপসারণ দাবি করেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি বলেন আমার বিরুদ্ধে আনিতো অভিযোগ মিথ্যা এবং বানোয়াট গ্রামের কয়েকজন লোক মিলে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচার করে বেড়াচ্ছে। এ ব্যাপারে এই স্কুল কমিটির সভাপতি সঙ্গে আলাপ করে আপনারা বিষয়টি জানতে পারবেন ।
সাধুর পাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের সঙ্গে আলাপ করলে তিনি জানান আগামী বৃহস্পতিবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।