রাহিন হোসেন রায়হান (বকশিগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নে যদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী (০৮) কে ধর্ষণের অভিযোগে যদুরচর গ্রামের আব্দুল মোতালেব (৫০) নামে এক ব্যক্তি কে আটক করেছে বকসিগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৭) তারিখ রাত দশটায় ধানুয়া কামালপুর ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে। আসামি গা ঢাকা দিতে দীঘল কোনা গ্রামের এক বাড়িতে আত্মোগোপন করেন। জানা যায়, গত সোমবার (০৫) তারিখে স্কুল সরকারি ভাবে চারদিনের বন্ধ ঘোষণা করে পরে ঐ স্কুল ছাত্রী স্কুল বন্ধ হয়েছে কিনা বিদ্যালয়ে জানতে গেলে,সকাল ১১টার দিকে স্কুল থেকে ফেরার পথে ধর্ষক আব্দুল মোতালেব দূর সম্পর্কের নাতির সাথে পথিমধ্যে দেখা হয়।
এসময় নাতনি কে একা পেয়ে চকলেট কিনার প্রলোভন দেখিয়ে নির্জনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার দুইদিন পর আব্দুল মোতালেব বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে এলাকার লোকজন জানাজানি হলে ভুক্তভোগী পরিবার ঐ মেয়েকে নিয়ে চেয়ারম্যান, মশিউর রহমান লাকপতির কাছে গেলে বিষয়টি বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি বিষয়টি নানাভাবে তাল বাহানা করে সময় ক্ষেপণ করেন পরবর্তীতে এলাকাবাসীর চাপে বকশিগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করা হয়। তাৎক্ষণিক থানা কর্তৃপক্ষ ধর্ষক কে গ্রেফতার করেন। এ বিষয়ে সত্যতা স্বীকার করে বকসিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা আমাদেরকে জানান, আসামি আব্দুল মোতালেবের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।