মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক মুক্ত মাদারগঞ্জ গড়ার প্রত্যয়ে ভিক্ষুক মুক্তকরণ ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভিক্ষুকদের মাঝে আয়বর্ধনকারী দ্রব্য সামগ্রী/ছাগল ও সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলার ৪নং বালিজুড়ী ইউনিয়নের ০৮ জন ভিক্ষুকের মাঝে ছাগল ও ০২জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথি হিসেবে মাদারগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিল। উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান বাবু অরুণ কুমার শাহা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোজাম্মেল হক, ইউনিয়ন সমাজকর্মী বেলাল হোসেন, আনিছুর রহমান,ছাবিনা ইয়াসমিন, উপজেলা তাতীঁলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম ফজলু এ সময় উপস্থিত ছিলেন।