মাইদুল ইসলাম (গাইবান্ধা)
কবিতা,নাটক,ছড়ার মধ্যে যার জীবন সীমাবদ্ধ তিনি হচ্ছেন গাইবান্ধা শহরের পরিচিত মুখ ময়নুল হোসেন। সব সময় সাদামাটা জীবন যার দৈনন্দিন চলা। বিকেল হলেই নাতি নাতনি কিংবা একাই সাইকেলের প্যাডেল মেরে ঘুরে বেড়াতেন।মনের সাথে বাই সাইকেলটির যার একমাত্র মেলবন্ধন সেটা এক নিমিষেই শেষ হলো!
শনিবার বিকেলে গাইবান্ধা পৌরসভার সার্কুলার রোডে আলোছায়া স্টুডিওর সামন থেকে তার শখের সাইকেলটা হারিয়ে যায়। ঘটনার পর থেকে সচেতনমহলে ওঠে তীব্র নিন্দা ও বেদনার ঝড়। শহরের আনাচে কানাচে ছিচকে চোরের উপদ্রব বাড়ার কারণে একজন কবি র ও সাইকেল বাদ গেল না। তবে ছিচকে চোরের দমন করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতনমহল।
সাইকেল হারানোর বিষয়ে কবি ময়নুল হোসেন তার ভেরিফায়েড ফেসবুক ওয়ালে জানান,”অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ব্যবহারিত সাইকেলটি আজ বিকেলে পাঁচটার দিকে, সার্কুলার রোড ,আলোছায়া স্টুডিওর সামন থেকে চুরি হয়ে গেছে।
(কোন সহৃদয় ব্যক্তি সাইকেল টির সন্ধান দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে)।