চ্যানেল ১১ নিউজ (অনলাইন ডেস্ক)
জামালপুরের মেলান্দহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২-২৩ সিজনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ জুন) বিকেল ৪টায় উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত এ উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সেলিম মিঞা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেলান্দহ পৌরসভার মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যূথি, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, মেলান্দহ উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মোঃ জিন্নাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক প্রমুখ।
উদ্ধোধনী দিনে ট্রাইব্রেকারে শ্যামপুর ইউনিয়নের বিপক্ষে কুলিয়া, ফুলকোচা ইউনিয়নের বিপক্ষে ৩-০ গোলে ঝাউগড়া ও মাহমুদপুর ইউনিয়নের বিপক্ষে ১-০ গোলে মেলান্দহ পৌরসভা জয়লাভ করে।
আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবে,নয়ানগর বনাম ঘোষেরপাড়া, হাজরাবাড়ী পৌরসভা বনাম আদ্রা ইউনিয়ন, নাংলা ইউনিয়ন বনাম চরবানী পাকুরিয়া।