মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
৪৪ বছর পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে বেদখল হয়ে যাওয়া ১০ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।
শনিবার ( ১০ জুন) বিকালে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম জমিটি উদ্ধার করেন। উদ্ধারকৃত জমির বাজারমূল্য মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম জানান, মাদারগঞ্জ পৌর এলাকার খোর্দ্দ জোনাইল
মৌজার মিয়া বাজারের কাছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসের জন্য জনৈক ইসমাইল হোসেনের নিকট থেকে দলিল মূলে ১৯৭৯ সালে জমি ক্রয় করে। কিন্তু জমিটি নিজ দখলে রেখে দেন তিনি।
দীর্ঘ ৪৪ বছর পর কৃষি সম্প্রসারণ অধিদফতর শনিবার জমিটি উদ্ধার করে সীমানা পিলার স্থাপন করে।