নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ গুমানমর্দ্দন বোয়ালিয়ারকুল সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো- রবিউল হোসেন (২৮), মোঃ সালাউদ্দিন (২৮), মোঃ শাওন (১৯)।
শুক্রবার (৯ জুন) তাদের দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ ২টি রামদা, ২টি কিরিচ, ৩টি লোহার রডসহ ডাকাতির জন্য সরঞ্জাম উদ্ধার ও একটি গাড়ি জব্দ করা হয়।তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।