নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম উত্তর জেলার মিরসরাইয় উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের (০৭ নং ওয়ার্ড) পূর্ব মলিয়াশের দর্জি পাড়া গ্রামের কাজিম উদ্দিন হাজ্বী বাড়ীতে গত ০৪/০৬/২০২৩ইং (রবিবার) আনুমানিক রাত প্রায় ১২ঃ৩০ টায় বসত ঘরে আগ্নি কান্ডের ঘটনায় মুহুর্তে নিঃস্ব হয়ে যায় ১৬টি পরিবার।
ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মাঝে মিরসরাই ‘জামায়াতে ইসলামী’র পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করেন। এতে উপস্থিত ছিলে মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ।
মিরসরাই জামায়াতের আমির নুরুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন, সান্ত্বনা দেন। অপূরণীয় ক্ষতি কাঁটিয়ে উঠার জন্য দোয়া করেন। তিনি বলেন, জামায়াত ইসলামী গণ মানুষের সংগঠন হিসাবে সর্বোচ্ছ সামার্থ্য নিয়ে সবসময় বিপন্ন মানুষের পাশে থাকে এবং থাকবে, ইনশাহআল্লাহ।
তিনি আরো বলেন, জামায়াত একটি মুযলুম সংগঠন। বিগত ১৫ বছর ধরে নির্যাতন, জেল-জুলুম, মামলা-হামলা, হত্যা, গুম-খুনের স্বীকার হচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।