মাদারগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে উত্তমমধ্যম দিয়ে চোরকে পুলিশে দিল জনতা । সে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার জয়নাল আবেদীন উরফে জয়নাল নারি’র ছেলে।
গত সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটা সময় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মাহমুদপুর রোড মুসল্লীবাড়ী মোড়ে জনতার হাতে সে আটক হয়। রকিবুল ইসলাম উরফে রতনের গতিবিধি সন্দেহ হলে তাকে স্থানীয় আটক করে এবং উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
পরের দিন মঙ্গলবার সকালে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একটি চুরির মামলা হয় যার মামলা নং- ১২। রকিবুল ইসলাম রতন (৩২) এর পূর্বেও বিভিন্ন মামলায় তাকে একাধিকবার আটক করা হয়েছে এবং জেল খেটেছে । এই চোরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। সে মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে বলে জানা যায়।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হক জানান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা মাদারগঞ্জ মডেল থানা পুলিশ জনসাধারণের নিরাপত্তা দেওয়ার লক্ষে রাস্তায় টহল দিচ্ছিলাম। টহল চলাকালীন সময়ে স্থানীয় জনতা আটক করে। পরে পুলিশে সোর্পদ করে থানায় নিয়ে আসি ও মঙ্গলবার বিকালে আসামীকে কোর্টে পাঠানো হয়েছে ।