মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম মাদারগঞ্জ শহর শাখার সম্মেলন অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মাদারগঞ্জ শহর আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুর রহমান বেলাল। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু অরুন কুমার সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের পুনরায় নির্বাচিত সদস্য জননেতা মির্জা গোলাম কিবরিয়া কবির, জামালপুর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সাব্বির এহসান মঞ্জু , মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামছুল ইসলাম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান।
প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইরফান। সম্মেলনে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও সঞ্চালনায় সাধারণ সম্পাদক নুরনবী লুলু সরকার। পরে দ্বিতীয় অধিবেশনে এ কে এম জুলফিকার আলী বাবলু কে সভাপতি ও খান মোহাম্মদ রবিউল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় উপজেলা,শহর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।