মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে নিম্নমানের খোয়ায় চলছে ২ কিঃ মিঃ রাস্তা পাকাকরণের কাজ। বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার পূর্ব সুখনগরী এলাকার মক্কুর বাড়ী থেকে হজো সদ্দারের ঘাট পর্যন্ত কোটি টাকার কাজ করছে নিম্নমানের ইটের খোয়ায়।
পাকাকরণ রাস্তার ১০ ফিট প্রশস্ত থাকার কথা থাকলেও মুলত তা নেই। ২ কিঃ ১শ মিটার রাস্তার মধ্যে প্রায় ১ কিঃ মিঃ রাস্তায় নিম্ন মানের ইটের খোয়ার পাশাপাশি অধিকাংশই দেওয়া হয়েছে ঝামা। এ ব্যাপারে ঐ এলাকার বাসিন্দা বজলু জানান এই রাস্তা প্রশস্ত কম মনে হয় এবং ইটের খোয়া ১,২,৩,৬ নম্বর গুলো ও ব্যবহার করছে তারা । রাস্তার কাজে ঠিকাদারের নিয়োজিত মিস্ত্রী চাঁন মিয়ার কাছে ঠিকাদার ও প্রতিষ্ঠানের নাম জানতে চাইলে তিনি জানান আজাদ মিয়ার কাজ এটা।
ঠিকাদার আজাদ মিয়া জানান মেসার্স দূর্গা এন্টারপ্রাইজ এর লাইসেন্স নিয়ে কাজটি আমি করছি। নিম্নমানের খোয়ার কথা জানতে চাইলে তিনি বলেন ভালো ইটের খোয়া ফেলছি,তবে কালার ভালো না। উপ সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান জানান পূর্ব সুখনগরী এলাকায় ২ কিঃ ১শ মিটার রাস্তা পাকাকরণের কাজ চলছে। কাজটি করছে ঠিকাদার আজাদ মিয়া। কাজটি’র চুক্তি বরাদ্দ ২ কোটি,২৮ লাখ, ৪৫ হাজার ৩শ১২ টাকা ৭৭ পয়সা। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল জানান রাস্তায় নিম্নমানের খোয়া যদি ব্যবহার করে থাকে সেটা পরিবর্তন করতে হবে। বিকালে লোক পাঠাবো সরেজমিনে দেখে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ সায়েদুজ্জামান সাদেক জানান আমাকে সময় দেন বিষয়টি আমি দেখছি। কোন ঠিকাদার রাস্তায় নিম্নমানের খোয়া ব্যবহার করলে অব্যশই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।