উত্তম চাকমা (মহালছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ (১৭) ২০২৩ ইং প্রতিযোগিতায় মাইস ছড়ি ইউনিয়ন বনাম মুবাছড়ি ইউনিয়ন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
তৃনমুল পর্যায়ের খেলোয়াড় সৃষ্টি করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের পৃষ্ঠপোষকতায় এবং মহালছড়ি উপজেলা প্রশাসন ক্রীড়া সংস্থার আযোজনে এই টুর্নামেন্টে চারটি দল অংশ গ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার ১৫ই জুন বিকাল ৩ টার সময় ২নং মুবাছড়ি ইউনিয়নে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গণে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাইসছড়ি একাদশ ও মুবাছড়ি একাদশ মধ্যকার খেলায় ট্রাইবেকারে ৮-৯ গোলে চ্যাম্পিয়ন হয়েছে মুবাছড়ি একাদশ।
চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের মাঝে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জোবাইদা আক্তার ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু রতন কুমার শীল।
উক্ত খেলায় রেফারির দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম শফিক ও মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রোকন মিয়া।
এসময় প্রধান অতিথির স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী অফিসার জোবাইদা আক্তার ও ভুমি অফিসের ম্যাজিট্রেট মোঃ আব্দুলাহ খাইরুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগের মহালছড়ি উপজেলা সভাপতি বাবু রতনকুমার শীল, ২নং মুবাছড়ি ইউনিয়নের হেডম্যান ক্যাসিং চৌধুরী সহ এলাকায় গন্যমান্য ব্যাক্তিবর্গ,প্রেসক্লাব ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা।