নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের জামাল খান চত্ত্বরে বিএনপি-যুবদলের সন্ত্রাসী কর্তৃক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৫ জুন) এই প্রতিবাদ জানানো হয়েছে।লিখিত প্রতিবাদ লিপিতে বলা হয়েছে যে, গতকাল চট্টগ্রামের জামাল খান চত্ত্বরে বিএনপি-যুবদলের সন্ত্রাসী কর্তৃক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হামলাকারী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
চট্টগ্রামে যুবদলের মিছিল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের ওপর আঘাত করে জাতির সামনে বিএনপি আবার তাদের স্বাধীনতা বিরোধী ঘৃণ্য চরিত্র উপস্থাপন করেছে। বিএনপি ও জামাতকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই। এরা এখন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বিএনপি কখনোই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। বিএনপির সর্মথকরা জামাতের ন্যায় সবসময় একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানের প্রেমে হাবুডুবু খায়।এতে আরো বলা হয়, রাজনীতির নামে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপরাধে বিএনপি-জামাতকে নিষিদ্ধ করার যৌক্তিক দাবি এখন সত্যিকার অর্থে গণদাবিতে পরিণত হয়েছে।
বঙ্গবন্ধু কোনো দলের নয়, বঙ্গবন্ধু সার্বজনীন। যাঁর নামের সঙ্গে মিশে আছে বাঙালির আত্মপরিচয়। মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা। এই যুদ্ধের মধ্য দিয়েই আমরা লাভ করেছি স্বাধীন দেশ ও নিজস্ব পতাকা। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর প্রশ্নে জাতির কোনো দ্বিমত নেই। গতকালের ন্যাক্কারজনক হামলা ও ভাংচুর প্রমাণ করে যে, শুধু বিএনপির বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে দ্বিমত রয়েছে। বাংলাদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানবে না তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে অবমাননা করার অপরাধে বিএনপির রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে।প্রতিবাদ লিপিতে বলা হয়, গতকাল চট্টগ্রামে বিএনপির ভণ্ডামির মুখোশ আরেকবার উন্মোচিত হয়েছে। দেশ বাচাঁতে তারুণ্যের সমাবেশের নামে বিএনপি দেশ ধ্বংস করার সমাবেশে লিপ্ত হয়েছে। চট্টগ্রামে বিএনপির দেশ বাচাঁতে তারুণ্যের সমাবেশের নামে বিএনপির ছাত্রদল-যুবদল নেতা-কর্মীরা মিছিল নিয়ে ফিরে যাওয়ার সময় জামালখান চত্বরসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের ঐতিহাসিক ছবি নিয়ে করা সমস্ত ম্যুরাল গুলো ভেঙ্গে দিয়েছে যা রাষ্ট্রদ্রোহ অপরাধের শামিল।
আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আহবান, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাংচুরের সাথে জড়িত বিএনপি-যুবদলের সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। নির্বাচন কমিশনের নিকট দাবি, দেশবিরোধী অপশক্তি ও অবৈধ সামরিক শাসকের সৃষ্টি করা বিএনপি নামক অগ্নিসন্ত্রাসী দলের রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচী ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।