মাদারগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও আসামীদের ফাঁসির দাবিতে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৭ জুন) সকাল ৯টায় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব আয়োজনে বালিজুড়ি চৌরাস্তা মোড়ে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মোস্তাফিজুর রহমান,আকন্দ সোহাগ,যুগ্ন সম্পাদক এম আর সাইফুল,অর্থ সম্পাদক তারিকুল ইসলাম,দপ্তর সম্পাদক রিপন মিয়া ও সদস্য হিবাতুল্লাহ হিবা প্রমুখ। বক্তারা অতি দ্রুত সাংবাদিক নাদিম হত্যায় জড়িত চেয়ারম্যান বাবুসহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসী’র দাবি জানান।