মাইদুল ইসলাম (গাইবান্ধা প্রতিনিধি)
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা পর্যায়ে গঠিত প্রডিউসার গ্রুপ (পিজি) খামারিদের মাঝে ডেইরী উৎপাদন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে সোমবার দিনব্যাপী এ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উপজেলার রামজীবন ইউনিয়নের বাজার পড়া এলাকায় প্রাণী সম্পদ কৃষক মাঠ স্কুলে এই প্রশিক্ষণে অংশ নেয় ৬০ জন খামারি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করীম,প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.রায়াল হোসেনসহ আরও অনেকে।
প্রশিক্ষণ নিতে আসা তারা মিয়া জানান, আমরা যারা খামারী আছি এই প্রশিক্ষণ তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটার মাধ্যমে আমরা দক্ষতার বৃদ্ধি সহ, প্রজনন,দুধ উৎপাদন বৃদ্ধি ইত্যাদি বিষয়ে জানতে পারলাম।