মোঃ হাফিজুর রহমান (নিজস্ব প্রতিবেদক)
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অতি দরিদ্রদের জন্য বিশেষ বরাদ্দ ঈদ উপহার বিনামূল্যে ভিজিএফ এর ১০কেজি করে চাল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে বিতরন করেছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৫ নং নয়ানগর ইউনিয়ন পরিষদ।
গতকাল ২০ জুন সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ভিজি এফ চাল বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান মোঃ শফিউল আলম শাহাবুদ্দিন।
এ সময় ট্যাগ কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান সিনিয়র উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা এবং সম্মানিত ইউপি সদস্যগণ সহ অনেকেই উপস্থিত ছিলেন। অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন - অতি দরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে ১০ কেজি করে ভিজি এফ চাল বিতরণ করবেন সর্বমোট ৩ হাজার ৬ শত জন লোকের মাঝে।