নুরুল ইসলাম (নওগাঁ প্রতিনিধি)
নওগাঁর মান্দায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে রাকিবুল ইসলাম রকি (২২) নামে এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের মিরপুর/সৈয়দপুর এলাকায় অবস্থিত মেসার্স হাজেরা ব্রিক্স ফিল্ড নামক ইট ভাটায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার রাইঘাটি ইউনিয়নের লালোইচ দক্ষিনপাড়া গ্রামের আবু তালেবের ছেলে। তিনি প্রায় ১৫ দিন ধরে ওই ভাটায় এক্সকাভেটর মেশিন দ্বারা মাটি সড়ানোর কাজ করছিলেন।
নিহত রাকিবুল ইসলামের সহকর্মী শাওন বলেন, ‘আমি ও রকি ভাটার অদূরে মাটির স্তুপ থেকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি সড়ানোর কাজ করছিলাম। আমি আমার মেশিনটি বন্ধ রেখে ছায়াতে বসে ওর কাজ করা দেখছিলাম। কিছুক্ষন পর রকি পানি নেওয়ার জন্য নিচে নামে। প্রায় আধা ঘন্টা পরেও তিনি না ফেরায় এবং অন্যান্যের ডাক চিৎকারে কাছে গিয়ে দেখি তিনি বৈদ্যুতিক লাইনের নিচে হাতে গভীর ক্ষত অবস্থায় পড়ে আছেন।’
দেখা যায়, মেসার্স হাজেরা ব্রিক্স ফিল্ড ইট ভাটার মাটির স্তুপটির কিছু অংশ ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের নিচে অবস্থিত। এর কিছু অংশ বৈদ্যুতিক লাইনটি থেকেও কিছুটা উঁচুতে রয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী মুঠোফোনে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।