মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে “বিনা উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল জাত প্রযুক্তি সমূহের পরিচিতি” শীর্ষক কর্মশালা-২০২৩ অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ খরকা হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনু্ষ্ঠিত হয়। ভার্চূয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ এর মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল হোসেন। ভার্চূয়ালি সংযুক্ত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ এর পরিচালক (গবেষণা) ড. মোঃ আব্দুল মালেক, বিনা ময়মনসিংহ এর সিএসও এবং গবেষনা সমন্বয়ক ড.মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপ পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা ও মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম।
সভাপতিত্ব করেন জামালপুর বিনা উপকেন্দ্রের এসএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন। অনু্ষ্ঠান সঞ্চালনায় জামালপুর এর বৈজ্ঞানিক কর্মকর্তা (বিনা) শামিম মিয়া। এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারীসহ কৃষক-কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন। অর্থায়নে রাজস্ব। আয়োজনে- বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র জামালপুর।