মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে রাস্তা বন্ধ করে চলছে জুনাইল গরু’র হাট। শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় থেকে জুনাইল
চৌরাস্তা পর্যন্ত রোড় টি’র প্রায় দুইশো মিটার রাস্তা’র উপর গরু’র হাট বসিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে।
দক্ষিণ পাশে হাতে লাঠি নিয়ে একজন গাড়ি ঘুরিয়ে দিচ্ছে অন্য রাস্তায় এবং উত্তর পাশে রাস্তার উপর ব্যাঞ্চ বসিয়ে হাট ইজারাদারের লোকজন গরু কেনা-বেচার খাজনা নিচ্ছে। উত্তর পাশে দুটি বাড়িতে ইজারাদারের লোকজন ছোট পোলাপানদের মোটরসাইকেল এর গ্যারেজ এর অনুমতি দিয়েছে। গ্যারেজে মোটরসাইকেল রাখা বাবদ নিচ্ছে ৫০ টাকা। এ ব্যাপারে অটোচালক আজাদ বলেন আমার গাড়ীতে এক ব্যবসায়ী পানের ডালা তুলেছে দোকানে নিয়ে যাবে যেতে ২ মিনিট লাগবে কিন্তূ রাস্তা বন্ধ করে দিয়ে আমাকে ঘুরিয়ে দিল বিকল্প রাস্তা দিয়ে যেতে যা সময় লাগবে ১০/১৫ মিনিট।
এরকম অনেকের ঘুরে যেতে হয়েছে মালামাল নিয়ে। এ ব্যাপারে হাট ইজারাদার হুমায়ুন কবির ক্ষিপ্ত স্বরে জানান জনগণের স্বার্থে রাস্তা বন্ধ করে গরু হাট বসাইছি। রাস্তা বন্ধ করে হাট বসাইছি তুমি পত্রিকায় নিউজ দিয়ে কি করবা করোগা। এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর ইদ্রিস আলী ইদু মিয়া বলেন রাস্তা বন্ধ করে গরু হাট চালাতে বলেনি কেউ। আর কোন কথা বলেননি তিনি। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল জানান রাস্তা বন্ধ করার কোন সুযোগ নেই। ঠিক আছে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।