রাহিন হোসেন রায়হান (বকশিগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ফজিলত পাড়া গ্রামে ফজিলতপাড়া যুব ফাউন্ডেশন নামক এক সেবামূলক সংগঠনের উদ্বোধন করা হয়।
শুক্রবার ৩০শে জুন বিকেল চারটায় এই সংগঠনটি উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। এই সংগঠনটি একটি অরাজনৈতিক ও আলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। মানবতার সেবায় আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধন অনুষ্ঠানটির পরিচালনা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটিতে সংগঠনের সবাই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী মোঃ মাসুদ রানা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুল হুদা আকন্দ। বিশেষ অতিথি হিসেবে মোঃ তুহিন তালুকদার, মোঃ শাহজাহান, মোঃ রফিকুল ইসলাম হাজী, সংগঠনটির আরও উপস্থিত ছিলেন, আব্দুল মমিন সহ-সভাপতি, মোঃ মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক, মোঃ সুমন সাধারণ সম্পাদক, মোঃ তুষার যুগ্ম সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন মোঃ ইমরান আকন্দ প্রচার সম্পাদক, অনুষ্ঠানটির বক্তব্যে তারা এলাকাবাসীর কাছে সংগঠনটির উন্নতিকল্পে সাহায্য কামনা করেন। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, অসহায় শিক্ষার্থীদের সাহায্য করা, বিভিন্ন বিচার ব্যবস্থাপনাকে সহজীকরণ, অসহায় ও গরীব মানুষের চিকিৎসার জন্য সাহায্য প্রদান, এসব বিষয়ে আলোচনা করেন।