মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে মনোহারি ও কীটনাশকের দোকান পুড়ে ছাই হয়েছে। গত সোমবার রাত আনুমানিক ২ ঘটিকায় উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর বাজারে বিদ্যুৎ এর সট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মনোহারি ও কীটনাশকের দোকানের ফিরোজ ট্রেডার্স এর মালিক ফরহাদ রেজা জানান প্রতিদিনের মত রাত সাড়ে ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ি হঠাৎ মঙ্গলবার রাত আনুমানিক রাত ২ ঘটিকার সময় বাড়ীতে এসে আমাকে পার্শ্ববর্তী দোকানদার ডাক দিয়ে বলে তোমার দোকানে আগুন লাগছে। ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে দেখি দাও দাও করে আগুন জ্বলছে নিভানোর কোন উপায় না পেয়ে ৯৯৯ এ ফোন দেই ফায়ার সার্ভিস এর সহযোগীতা নেওয়ার জন্য। বাংলা বাজারের পূর্ব পাশে ফুট ব্রীজে ফায়ার সার্ভিসের গাড়ী আটকে যায়।সেখান থেকে চলে যায় তারা ততক্ষণে দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দোকানে কীটনাশক ও মনোহারি মালামালসহ আনুমানিক ক্ষতিগ্রস্ত ২০-২৫ লাখ টাকা । দোকান ছিল আমার একমাত্র আয়ের উৎস্য এবং পরিবার পরিচালনা করার মাধ্যম, আয়ের উৎস্য দোকানটি পুড়ে শেষ হয়ে যাওয়ায় আমি এখন অসহায়। আমি উপজেলা পরিষদ ও প্রশাসনের মাধ্যমে সরকারের সহযোগীতা কামনা করছি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত অফিসার মোঃ রইছ উদ্দিন জানান ৯৯৯ জরুবী সেবার কল পেয়ে আমরা যাওয়ার পথে বাংলা বাজারের পূর্ব পাশে ফুট ব্রীজে ফায়ার সার্ভিসের গাড়ী আটকে যায় এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকের সাথে ফোনে কথা বলে গাড়ী নিয়ে ফেরত আসি। তবে সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থান সরেজমিন পরিদর্শন করি।